Decision Maker

হতাশার চাপ-ক্ষোভ কমিয়ে ইতিবাচক সূচক: সক্রিয় না হয়ে পর্যবেক্ষণ করছেন অনেকেই

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেনের শুরুতে উত্থান-পাতন থাকলেও কিছুক্ষণ পর সৃষ্ট ক্রয় চাপে বাড়তে থাকে সূচক। মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন রয়েছে আগের দিনের তুলনায় স্বাভাবিক গতি। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২২০ কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ প্রতীক্ষার পর ইতিবাচক ধারায় লেনদেন করছে দেশের পুঁজিবাজার। আজ শেয়ার বিক্রয় চাপ থেকে বেরিয়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ। লেনদেন ও বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় তালিকাভুক্ত সিকিউরিটিজের অধিকাংশের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি গেইন করছে বীমা খাতের শেয়ার। বাজেট পরবর্তী হতাশার চাপ-ক্ষোভ কমিয়ে আজ সূচক কিছুটা উঠছে। মূলত রিজার্ভ কর সংশোধনের আশ্বাসে বিনিয়োগকারীদের আস্থা একটু একটু করে বাড়ছে। তবে এখনও পুরোপুরি আস্থাশীল হতে পারেননি তারা। কারণ অনেকে সন্দেহ প্রকাশ করেছেন, কৃত্রিমভাবে সূচক বাড়িয়ে বিনিয়োগকারীদের আইওয়াশ করা হচ্ছে কিনা। এ কারণে তারা লেনদেনে পুরোপুরি সক্রিয় না হয়ে বাজার পর্যবেক্ষণ করছেন। কাজেই পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হলে বাজারের ইতিবাচক গতি দীর্ঘ মেয়াদে ধরে রাখতে হবে বলেও মনে করছেন ওই বিশ্লেষকরা।

এদিকে, আজকের দুপুরের বাজার বিশ্লেষণে দেখা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৩২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯১ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৮টির, দর কমেছে ৭৫টির এবং দর পরিবর্তীত রয়েছে ৪৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২২০ কোটি ৩৮ লাখ ৫২ হাজার টাকা।

অথচ এর আগের কার্যদিবস একই সময় ডিএসইর ব্রড ইনডেক্স ২৯ পয়েন্ট কমে অবস্থান করে ৫৪০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করে ১২২৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করে ১৮৯৭ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ২২৬ কোটি টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৬ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, দর কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৭ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকা।

Exit mobile version