সূচকের মিশ্র প্রবণতায় সপ্তাহের ব্যবধানে পুঁজিবাজারের লেনদেন বেড়েছে। এ সময় পুঁজিবাজারে লেনদেন হওয়া ৬টি কোম্পানির শেয়ার দর ১৫ শতাংশের বেশি বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- গ্লোবাল ইন্সুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ক্যাবলস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস ও জনতা ইন্স্যুরেন্স লিমিটেড।

গ্লোবাল ইন্স্যুরেন্স: ডিভিডেন্ড ঘোষণাকে কেন্দ্র করে সদ্য সমাপ্ত সপ্তাহে সর্বোচ্চ উত্থানে ছিল গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৬.৮০ শতাংশ। এ সময় দৈনিক কোম্পানিটির ২ কোটি ৫ লাখ ৯০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির সমাপনী শেয়ার দর ছিল ১৭.১০ টাকা।

বিমা খাতের কোম্পানিটি আগামী ২৭ মে বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে। এ সময় কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড ও চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৯) আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর’১৮) শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০২৪ টাকা, যা আগের বছরের একই সময় ০.০২৭ টাকা লোকসান ছিল।

এদিকে, তৃতীয় প্রান্তিকের শেষ নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’১৮) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.৩৭ টাকা। অর্থাৎ তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির মুনাফা বেড়েছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১.৮০ টাকা।

এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ: ঋণ খেলাপি হয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রেখেছে পুঁজিবাজারের খাদ্য ও আনুষাঙ্গিক খাতের তালিকাভুক্ত কোম্পানিটি। কিন্তু, তবুও হঠাৎ করে টানা উত্থানে রয়েছে কোম্পানিটির শেয়ার দর।

সদ্য সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮.৫৯ শতাংশ। এ সময় দৈনিক কোম্পানিটির ৩৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির সমাপনী শেয়ার দর ছিল ১৮.৫০ টাকা।

উল্লেখ্য, ব্যবসায়িক দুরাবস্থা ও উৎপাদন বন্ধ থাকায় ২০১৭ সালের তৃতীয় প্রান্তিকের পর কোম্পানিটি আর তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ ও বার্ষিক সাধারণ সভার আয়োজন করতে পারে নি। তাই বর্তমানে কোম্পানিটি 
জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

এছাড়া সদ্য সমাপ্ত সপ্তাহে ইস্টার্ন ক্যাবলসের শেয়ার দর বেড়েছে ১৬.৯৯ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৬.১৫ শতাংশ, এসকে ট্রিমসের শেয়ার দর বেড়েছে ১৫.৩৫ শতাংশ ও জনতা ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৫.১৭ শতাংশ।