দ্বিতীয় দফায় রাইট শেয়ারের দর কমিয়ে পুন:নির্ধারণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম স্টিল) পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির রাইট শেয়ারের মূল্য ৫ টাকা কমিয়ে ২০ টাকা থেকে ১৫ টাকায় নামিয়ে এনেছে। ফলে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ৫ টাকা প্রিমিয়াম নেবে আরএসআরএম স্টিল।
এদিকে, রাইট শেয়ারের মূল্য পুন:নির্ধারণে বিনিয়োগকারী এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
এ লক্ষ্যে পুন:নির্ধারণের বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতি নিতে কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামি ৯ অক্টোবর, বেলা ১১টায়, শহীদ গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, পতেঙ্গা, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর।
উল্লেখ্য, এর আগে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১৫ টাকা প্রিমিয়ামসহ মোট ২৫ টাকা দরে ২আর:৩ অনুপাতে অর্থাৎ ৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দেয় আরএসআরএম স্টিল। এরপর প্রথম দফায় গত বছরের জানুয়ারিতে ৫ টাকা প্রিমিয়াম কমিয়ে দর নির্ধারণ করা হয় ২০ টাকা। এখন দ্বিতীয় দফায় আবার প্রিমিয়াম কমানো হলো।