সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টার্ণওভারের শীর্ষে উঠে এসেছে গ্রামীন ফোন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  আজ ৪ হাজার ৭২ বারে এ  কোম্পানির ১০ লাখ ৭২ হাজার ৫২৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজারমূল্য ৩৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে ৭.১৯ শতাংশ  বা ২৪ টাকা ১০ পয়সা দর বেড়ে শেয়ারটি সর্বশেষ ৩৫৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

বাজার সংশ্লিষ্টদের মতে,  সম্প্রতি বিটিআরসি ও জিপি’র মধ্যকার দ্বন্ধের বিষয়টি আপসে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মেটানোর আশ্বাস দেন অর্থমন্ত্রী। আগামী দুই তিন সপ্তাহের মধ্যে উদ্ভূত এ সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি। আর  অর্থমন্ত্রীর এই বক্তব্যের পর থেকেই টানা ২ কার্যদিবস  ধরে এ শেয়ারের দরে উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর, ২০১৯) কোম্পানিটির শেয়ার দর ৮.৭২ শতাংশ বা ২৬.৯০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩৩৫.৩০ টাকায় লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুন্নু জুট স্টাফলারের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৭০ লাখ টাকার।

১১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ।

লেনদেন তালিকায় এরপর রয়েছে- ন্যাশনাল টিউবস, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিক, ওয়াটা কেমিক্যাল, ইউনাইটেড পাওয়ার এবং স্টাইলক্রাফট।