অব্যাহত দর পতন ও সূচকের নিম্নমুখী প্রবণতায় জুলাই মাসের প্রথম ১৩ কার্যদিবসে ১৫ হাজার ৭৯৩ কোটি টাকার বাজার মূলধন হারিয়েছিল বাজার। কিন্তু সদ্য সমাপ্ত সপ্তাহের ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ২ হাজার ১৮০ কোটি টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত সপ্তাহের সর্বশেষ কার্যদিবসে (২৫ জুলাই) ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৮৪ হাজার ৪৬৭ কোটি ২৪ লাখ টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে (২১ জুলাই) ডিএসইর প্রারম্ভিক বাজার মূলধন ছিল ৩ লাখ ৮২ হাজার ২৮৭ কোটি ৬ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২ হাজার ১৮০ কোটি ১৮ লাখ টাকা।

এদিকে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেনের ইতিবাচক প্রবণতায় ডিএসইর লেনদেন বেড়েছে ২২.১০ শতাংশ। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৯৮৪ কোটি ৪২ লাখ ২৪ হাজার ৫৩১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৬৩৬ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৭৯৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

বিনিয়োগকারীদের সক্রিয়তা অব্যাহত থাকায় গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩টির, দর কমেছে ১৮৫টির ও দর অপরিবর্তিত ছিল ১৬টি প্রতিষ্ঠানের। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছিল ৬৬টির, দর কমেছিল ২৭৩টির ও দর অপরিবর্তিত ছিল ১৫টি প্রতিষ্ঠানের।

এদিকে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর সার্বিক মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২.৫৬ পয়েন্ট। সপ্তাহের শুরুতে ডিএসইর সার্বিক মূল্যসূচক ৫১৩০.৭০ পয়েন্টে স্থিতিশীল ছিল। সপ্তাহের শেষ কার্যদিবসে ৫১৩৩.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময় ডিএস-৩০ সূচক বেড়েছে ৬.৬১ পয়েন্ট।