এখন থেকে তালিকাভুক্ত কোনো কোম্পানিতে উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ন্যুনতম ৩০ শতাংশ শেয়ার না থাকলে ওই কোম্পানির কোনো উদ্যোক্তা  বা পরিচালক (স্বাবতন্জাত্রের পরিচালক ব্যাতীত) শেয়ার বিক্রি করতে পারবেন না। এমনকি কোনো শেয়ার হস্তান্তর বা  ঋণ নেওয়ার জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান  বন্ধকও রাখতে পারবেন না। আজ বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে।

এ লক্ষ্যে তালিকাভুক্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালক ব্যতীত উদ্যোক্তা ও পরিচালকগনের সম্মিলিতভাবে ৩০ শতাংশ এবং পরিচালকগনের এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণ সংক্রান্ত কমিশনের ২২ নভেম্বর ২০১১ ইং তারিখে জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে  শিগগিরই এই বিষয়ে বিএসইসি একটি নতুন প্রজ্ঞাপন জারি করবে বলে জানা গেছে।

সিদ্ধান্ত অনুসারে, স্বতন্ত্র পরিচালক ব্যাতিত পরিচালক ও উদ্যোক্তারা সম্মিলিতভাবে ন্যুনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ না করলে ওই কোম্পানি রাইট শেয়ার ইস্যু কিংবা রিপিট আইপিও’র জন্য আবেদন করতে পারবে না। এমনকি ওই কোম্পানি অন্য কোনো তালিকাভুক্ত কোম্পান অথবা তালিকা বহির্ভূত কোম্পানিকে অধিগ্রহণ করতে পারবে না, একীভূত হতে পারবে না। এই ধরনের কোম্পানি বোনাস শেয়ারও ইস্যু করতে পারবে না। পারবে না অন্যকোনো উপায়ে মূলধন বৃদ্ধি করতে।

কোনো কোম্পানি অথবা প্রতিষ্ঠান কোনো কোম্পানির ২ শতাংশ বা তার বেশি শেয়ার ধারণ করলে সেই কোম্পানি বা প্রতিষ্ঠান ওই  কোম্পানির পরিচালক পদের জন্য একজন ব্যাক্তিকে মনোনীত করতে পারবে। অন্যদিকে ২ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থতায় কোনো পরিচালকের পদ শূন্য হলে শূন্য হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে ২ শতাংশ শেয়ার ধারণ করছেন এমন ব্যক্তিদের মধ্য থেকে শূন্য পদে পরিচালক নিয়োগ দেবে।

এছাড়া ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ কোম্পানির জন্য স্টক এক্সচেঞ্জে আলাদা ক্যাটাগরি চালু করা হবে।