Decision Maker

অনিয়মে জর্জরিত আদিল সিকিউরিটিজ

সিকিউরিটিজ আইন আইন ভঙ্গ করে অনিয়মে জড়িয়ে পড়েছে ডিএসইর ১৭ নং ট্রেকহোল্ডার আদিল সিকিউরিটিজ লিমিটেড। যে কারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আজকের ৬৯৮তম সভায় হাউজটিকে এক লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, আদিল সিকিউরিটিজ প্রতিষ্ঠানটি তাদের কোম্পানির অনুমোদিত প্রতিনিধির নামে কাস্টমার ও বিও অ্যাকাউন্ট পরিচালনা করেছে যা অবৈধ। এটি ট্রেক রেগুলেশন এবং স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি এর বিধিমালার সুষ্পষ্ট লঙ্ঘন।

এছাড়া আদিল সিকিউরিটিজ লিমিটেড তাদের কোম্পানির একজন গ্রাহকের নামে একটি একক হিসাবের থেকে বেশি হিসাব পরিচালনা করে ডিপোজিটরি বিধিমালার লঙ্ঘন করেছে। কোম্পানির পরিচালককে মার্জিন সুবিধা প্রদান এবং গ্রাহকদের মার্জিন ঋণ চুক্তিপত্র না থাকা স্বত্ত্বেও ক্যাশ অ্যাকাউন্টে ঋণের সুবিধা প্রদান মার্জিন রুলস ভঙ্গ করেছে। কোম্পানির গ্রাহকদের সিকিউরিটিজ সংক্রান্ত রেকর্ড সঠিকভাবে পরিচালিত না করে ডিপোজিটরি বিধিমালার সুষ্পষ্ট লঙ্ঘন করেছে। এসব অনিয়ম করায় আদিল সিকিউরিটিজকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

Exit mobile version