Decision Maker

অনুমোদন পেল এস্কয়্যার নিট কম্পোজিটের মিউচ্যুয়াল ফান্ড

বে-মেয়াদি ‘এস্কয়্যার আইসিএল অ্যাপারেল ফান্ড’ শীর্ষক মিউচ্যুয়াল ফান্ডের অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এস্কয়্যার নিট কম্পোজিট লিমিটেড।

মঙ্গলবার (২৫ জুন) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৯১তম সভায় এ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তার অংশ ১০ কোটি টাকা এবং বাকি ১৫ কেটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে। এক্ষেত্রে ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা এস্কয়্যার নিট কম্পোজিট ও সম্পদ ব্যবস্থাপক ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড। এছাড়া ফান্ডটির ট্রাস্টি হিসাবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং কাস্টডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক কাজ করছে।

Exit mobile version