Decision Maker

আমরা ডুবেছি, এবার বাংলাদেশকেও ডুবাবো : গুলবাদিন নায়েব

বিশ্বকাপে নিজেদের ৬ ম্যাচ হেরে গ্রুপপর্ব থেকে ছিটকে গেছে আফগানিস্তান। এবারের আসরে তাই তাদের কিছু হারানোর নেই। অন্তত একটি জয় নিয়ে বাড়ি ফিরতে চান আফগান অধিনায়ক গুলবাদিন নায়েব। সেই জয়টা চান বাংলাদেশের বিপক্ষেই। আর বাংলাদেশের সেমিফাইনালের যাওয়ার জন্য আফগানদের বিপক্ষে ম্যাচটিতে জেতা গুরুত্বপূর্ণ। আজ আফগানিস্তনের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এ ম্যাচে হারলে কার্যত সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হবে মাশরাফি বাহিনীর। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে মাশরাফিদের হুমকি দিয়ে রাখলেন আফগান অধিনায়ক গুলাবাদিন নায়েব।

তিনি বলেন, ‘আমরাতো ডুবে গেছি, এবার তোমাদেরও সঙ্গে নিয়ে ডুববো।’
বাংলাদেশ ৬ ম্যাচে ২ জয় নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। আসরে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে তারা। আর আফগানিস্তানের জয় নেই একটিও। তবে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে তাদের পারফরমেন্স কিছুটা হলেও দুশ্চিন্তা দিচ্ছে মাশরাফিদের। রোজ বোলের এই মাঠেই আফগান স্পিনে ধুঁকতে হয়েছিল ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপকে। যদি ১১ রানে ম্যাচটি হারে আফগানরা।
আজ বিকাল সাড়ে ৩ টায় মুখোমুখি হয়ে বাংলাদেশ-আফগনিস্তান।

Exit mobile version