Decision Maker

ইস্টার্ণ লুব্রিকেন্টসের ডিভিডেন্ড ও মুনাফা ঘোষণা

পুঁজিবাজারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত ইস্টার্ণ লুব্রিকেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। একই সময় কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের মুনাফা ঘোষণা করেছে।

সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩১ সেপ্টেম্বর ২০১৯-এ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৪৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ ফেব্রয়ারি । এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

প্রথম প্রান্তিক প্রতিবেদন:

প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। চলতি অর্থবছরের (জুলাই-সেপ্টম্বর’১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৬৫ পয়সা।

Exit mobile version