Decision Maker

এলপিজি বিক্রিতে বিএম এনার্জির সঙ্গে মেঘনা পেট্রোলিয়ামের চুক্তি

বিএম এনার্জি (বিডি) লিমিটেডের ফিলিং স্টেশনে এলপিজি (অটোগ্যাস) ও রিফুয়েলিং সরবরাহ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বিএম এনার্জি (বিডি) লিমিটেড এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের মধ্যে বিএম অটোগ্যাস (এলপিজি) স্টেশন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, মেঘনা পেট্রেলিয়াম লিমিটেড বিএম এনার্জি (বিডি) লিমিটেডের নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোতে এলপিজি (অটোগ্যাস) ও রিফুয়েলিং তেল বিক্রি করবে। আর চুক্তি অনুসারে প্রতি লিটার এলপি গ্যাস বিক্রির বিপরীতে ৫০ পয়সা পাবে কোম্পানিটি।

জানা যায়, বিএম এনার্জি (বিডি) লিঃ এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মোস্তাফিজুর রহমান এবং মেঘনা পেট্রোলিয়াম লিঃ এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মীর সাইফুল্লাহ-আল-খালেদ এ চুক্তিতে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্যাস্ট্রল ব্র্যান্ডের লুব্রিক্যান্টস বাংলাদেশে বাজারজাতকরণের জন্য বিপি মিডল ইস্ট এলএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড টাওয়ার, ৮ম তলা, ডাউন টাউন বুর্জ খলিফা, ইমার স্কয়ার, দুবাই, ইউনাইটেড আরব আমিরাতের সাথে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড অন্যএকটি চুক্তি স্বাক্ষর করেছিল।

Exit mobile version