Decision Maker

ওঠানামার মধ্যে সূচক: বিশ্লেষকরা বলছেন,ব্যালেন্সড বাজার

অতি সম্প্রতি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে একটি মনস্তাত্বিক বিষয় কাজ করছে। সেটি হলো:ইনডেক্স কমা শুরু হলেই তাদের মধ্যে একটি আতঙ্ক ভাব শুরু হয়ে যায়। এই বুঝি বাজারে ধস শুরু হলো। বিশেষ করে হাউজে যারা থাকেন তারা এ অবস্থায় হাসফাস শুরু করে দেন, এখনই হাতের সব শেয়ার বেচে দিয়ে বেড়িয়ে যাব। আবার কিছুক্ষন পর যখন ইনডেক্স বাড়তে থাকে তখন তারা শান্ত হয়ে যান। তখন নিজেরা তো বিক্রি করেনই না বরং অন্যকে বলতে থাকেন, আরে এখনি ছাড়ার কি আছে আরো কিছু সময় অপেক্ষা করেন। বাজারের জন্য আরেকটি পর্যবেক্ষন হলো:এখন আর আগের মতো টানা পড়ছেনা। আবার টানা বাড়ছেও না।তাই এ সময়ের বাজারটিকে মোটামোটি একটি ব্যালেন্স বাজার বলা চলে।

আর শুধুমাত্র আজকের বাজারের বিষয়ে বিশ্লেষণ হলো:আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ১৫ মিনিট পর সেল প্রেসারে নামতে থাকে সূচক। বুধবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ২৭ কোটি ৮৬ লাখ ৩৫ হাজার টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১০২৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩৯ কোটি ৬১ লাখ ৯২ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৫১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১০৩৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫৪৩ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি ৪৮ লাখ ২৭ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ২৭ কোটি ৮৬ লাখ ৩৫ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ২৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৪০ লাখ ৪২ হাজার টাকা।

Exit mobile version