Decision Maker

কপারটেক ও এসিআই নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি ডিএসই পর্ষদ

পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া না হওয়া নিয়ে বেশ বিতর্কের মধ্যে রয়েছে কপারটেক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির আর্থিক প্রতিবেদনে নানা অসঙ্গতির অভিযোগে খোদ ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) বিষয়টি তদন্ত করছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভাতেও কপারটেকের বিষয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. মাজেদুর রহমান।

তিনি বলেছেন, এফআরসির ডাকে সাড়া দেয়নি কপারটেক ইন্ডাষ্ট্রিজ। কপারটেক বিতর্কের অবসান ঘটানোর জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, এমডিকে ডেকে পাঠানো হলেও তারা তাদের অন্য পরিচালক দেশের বাইরে রয়েছেন এমন কারণ দেখিয়ে আর আসেননি। তাই কপারটেকের বিষয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক।

এদিকে কপারটেকের পাশাপাশি পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের বিষয়েও ব্যবস্থা নিতে কমিশনের কাছে প্রস্তাব পাঠাবে ডিএসই। এসিআইয়ের বিষয়ে ডিএসইর এমডি জানান, এসিআই যেহেতু তার সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের জন্য লোকসান দেখাচ্ছে। তাই সাবসিডিয়ারি প্রতিষ্ঠান নিয়ে নতুন কোনো আইন প্রণয়ন করা যায় কিনা সে বিষয়ে কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হবে।

Exit mobile version