Decision Maker

ক্রেডিট কার্ডে অফারের ফুলঝুরি

উৎসব ও কেনাকাটার মধ্যে সম্পর্ক বহুদিনের। আনন্দের এসব দিনকে কেন্দ্র করে নতুন নতুন পোশাক, আসবাবপত্র কেনাকাটা ও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন অনেকেই। এই আনন্দে নতুন মাত্রা যুক্ত করতে বরাবরের মতো ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডে ৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত অফার দিচ্ছে দেশের বিভিন্ন ব্যাংক।

সংশ্লিষ্টরা জানান, উৎসবগুলো ব্যাংকের ব্যবসা বাড়ানোর একটি অন্যতম মাধ্যম। তাই বরাবরই সব ধরনের কার্ডে ছাড়ের ব্যবস্থা রাখে ব্যাংক। ফলে অন্যান্য সময়ের তুলনায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কার্ড ভিত্তিক লেনদেন বেড়ে যায় ঈদসহ বিভিন্ন উৎসবে।

এবিষয়ে জানতে চাইলে ব্যাংক এশিয়ার কার্ড বিভাগের প্রধান মো. সাইফুর রহমান বলেন, সারা বছর আমাদের কার্ডহোল্ডাররা লেনদেন করেন। যা আমাদের ব্যবসার জন্য সহায়ক। তাই ঈদকে সামনে রেখে উৎসবের আনন্দে নতুন মাত্রা যুক্ত করতে বরাবরের মতো অফারের ব্যবস্থা করেছি আমরা। তাছাড় এটাকে ব্যবসা বাড়ানোর একটি উদ্যোগও বলা যেতে পারে। রামজান মাসজুড়ে ঈদের কেনাকাটায় দেশের বিভিন্ন শোরুমে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ব্যাংক এশিয়ার কার্ডহোল্ডাররা।

সাহরি, ইফতার ও রাতের খাবারে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের অফার দিচ্ছে সিটি ব্যাংক। এছাড়া ঈদকে সামনে রেখে বিভিন্ন পোশাকে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ব্যাংকটি। দেশের ৪৫টি শোরুম থেকে কেনাকাটায় এই সুবিধা পাবেন গ্রাহক।

এবিষয়ে সিটি ব্যাংকের কার্ড বিভাগের প্রধান মো. মাসুদ জানান, গ্রাহকদের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে আমাদের এই উদ্যোগ। প্রতিবছরই আমরা প্রচুর সাড়া পাই। অন্যান্য সময়ের তুলনায় উৎসবকেন্দ্রিক ছাড়ের কারণে আমাদের কার্ডের লেনদেন প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

এবারের রমাজানে দেশের নয়টি সুপার শপ ও বিপণন কেন্দ্রে একটি কিনলে একটি ফ্রি ও ১০ শতাংশ নগদ ছাড় পাবেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) গ্রাহকরা।

ইউসিবি’র কার্ড বিভাগের প্রধান নেহাল এ হুদা বলেন, এই মূহুর্তে ৫০ হাজার ক্রেডিট কার্ড গ্রাহক রয়েছে আমাদের। উৎসবকেন্দ্রিক এই অফারগুলোতে সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। এরই ধারাবাহিকভাবেই এসব ব্যবস্থা নিচ্ছি আমরা।

কেনাকাটা বা লেনদেনে বাংলাদেশে নগদ অর্থের পরিবর্তে কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। গ্রাহকদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে লাইফস্টাইল পণ্য ও খাবার দাবারে বিভিন্ন অফারের ব্যবস্থা করেছে প্রাইম ব্যাংক। খাবার পণ্যে বাই ওয়ান গেট ওয়ানসহ ঈদের কেনাকাটায় ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য থাকছে ১০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়।

জানা গেছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারে আড়ং ও অ্যাপেক্সে কেনাকাটায় মিলছে ৩০ শতাংশ ছাড়। এ ছাড়া আগোরা, মীনাবাজার ও স্বপ্নতে কেনাকাটায় মিলছে ১২ শতাংশ ছাড়। এছাড়াও এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আড়ংয়ে কেনাকাটায় মিলছে ২৬ শতাংশ ছাড়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডে কেনাকাটায় মিলছে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ব্র্যাক, ডাচ্–বাংলা, ইস্টার্ন, সাউথইস্ট ব্যাংকের গ্রাহকেরাও কার্ডে কেনাকাটায় পাচ্ছেন বিশেষ ছাড়।

Exit mobile version