Decision Maker

গেইনারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির শেয়ার ৯ দশমিক ৬১ শতাংশ দর বেড়েছে। আর ৪০৪ বারে ১১ লাখ ৯৪ হাজার ৩৭৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৩৫ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা আসে প্রভিটা ইন্সুরেন্সের লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৫৪ শতাংশ। প্রতিষ্ঠানটি ১ হাজার ১৭৪ বারে ১৫ লাখ ৭৯ হাজার ১১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৭ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডর দর বেড়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ। প্রতিষ্ঠানটি ১৩৭ বারে ৩ লাখ ৪৩ হাজার ৫৭০ টিশেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে- আইএফআইসি ব্যাংকে ৮ দশমিক ৯৮ শতাংশ, সোনার বাংলা ইন্সুরেন্সের ৮ দশমিক ৬৩ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৫৩ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৮ দশমিক ০৯ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৭ দশমিক ৯১ শতাংশ, এমএল ডাইংয়ের ৭ দশমিক ৮২ শতাংশ ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৫২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Exit mobile version