Decision Maker

চুক্তির খবরে চাঙ্গা বিচ হ্যাচারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি অ্যাকুয়া অপটিমা এএস এর সঙ্গে ব্যবসার পরিধি বাড়ানোর চুক্তি করেছে। যা আজ ডিএসই’র ওয়েবসাইটে নিউজ দেওয়া হয়েছে। অথচ গেলো সপ্তাহ থেকেই এই চুক্তির খবরে কোম্পানিটির শেয়ার দরে চাঙ্গাভাব বিরাজ করছে। যে কারণে সামগ্রিক বাজার পরিস্থিতি মন্দা থাকার ফলেও কোম্পানিটির শেয়ার দর আজ ৬.৫৫ শতাংশ বেড়েছে।

ডিএসই ওয়েবসাইটের মাধ্যমে বিচ হ্যাচারি জানিয়েছেন, গত ২৮ এপ্রিল কোম্পানিটি তাদের পূর্বে প্রকাশিত সংবাদে জানিয়েছিল যে তারা নতুন ব্যবসা হিসাবে হোয়াইট ফিসের (বারমুডি, কোরাল, ইন্ডিয়ান শ্যামন) ফার্ম করার সিদ্ধান্ত নিয়েছে। রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেমে (আরএএস) এর মাধ্যমে কোম্পানিটি বছরে প্রায় ২ হাজার ৪০০ টন উৎপাদন করতে পারবে। সেই চুক্তি স্বাক্ষরই সম্পন্ন হয়েছে। তবে কবে এই চুক্তি স্বাক্ষর হয়েছে সে বিষয়ে কোনো তারিখ উল্লেখ করেনি বিচ হ্যাচারি।

Exit mobile version