Decision Maker

জিএসপি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ৩১ ডিসেম্বর, ১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য পর্ষদ এ লভ্যাংশ ঘোষণা করে।

তথ্যমতে, আলোচিত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪০ পয়সা, এককভাবে ইপিএস হয়েছে ২ টাকা ২৭ পয়সা। সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৮৪ পয়সা এবং এককভাবে ২২ টাকা ৩৩ পয়সা।
কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ এপ্রিল নির্ধারন করা হয়েছে। কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৫ মে রাজধানীর মহাখালী রাওয়া কনভেনশন হলে সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে।

সূত্র- arthosuchak

Exit mobile version