Decision Maker

জেনেক্স ও সিলকো ফার্মার শেয়ার কিনবে ডিএসই

মঙ্গলবার (২৭ আগস্ট) দুই কোম্পানির শেয়ার বিক্রয় করা হলেও তা কারিগরি ত্রুটির কারনে ওইদিন লেনদেন নিস্পত্তি (সেটেলম্যান্ট) হয়নি। যা বুধবার (২৮ জুলাই) পুঁজিবাজার থেকে ওই শেয়ার কিনে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমন্বয় করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

কোম্পানি ২টি হলো : জেনেক্স ইনফোসিস এবং সিলকো ফার্মাসিউটিক্যালস।

ডিএসই সূত্রে জানা গেছে, জেনেক্স ইনফোসিসে বিক্রয়কৃত ২ হাজার ৬১০টি শেয়ার এবং সিলকো ফার্মাসিউটিক্যালসের ৩ হাজার ৬৪৬টি শেয়ার সেটেলম্যান্ট না হওয়ার কারনে ক্রেতাদের বিও হিসাবে যোগ হয়নি। এটি অনিচ্ছাকৃত এবং কারিগরি ত্রুটির কারনে হয়েছে। এ কারনে সেটেলম্যান্ট না হওয়া ওই ২ কোম্পানির শেয়ারগুলো ডিএসই কিনে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমন্বয় করবে।

Exit mobile version