Decision Maker

ডিএসইর স্মল-ক্যাপ বোর্ড উদ্বোধন আগামীকাল, থাকবেন অর্থমন্ত্রী

দেশের পপ্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্মল-ক্যাপ বোর্ড আগামীকাল উদ্বোধন করা হবে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর প্যান পেসিফিক সোনার গাঁ হোটেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, এফসিএ স্মল-ক্যাপ বোর্ডের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।

ডিএসই সূত্রে জানা গেছে, স্বল্প ও মাঝারি মূলধনী কোম্পানিগুলো এখানে লেনদেন করবে। স্মল ক্যাপিটাল বাজারের জন্য ইতোমধ্যে দেশী-বিদেশী ১০টির মতো কোম্পানি আবেদন করেছে। আগামীকাল অর্থমন্ত্রীর উদ্বোধনের পর কোম্পানিগুলোর সাথে সাইনিং করা হবে।

এর আগে বিএসইসির ৬৬৬ তম কমিশন সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ) রুলস-২০১৮ এর উপর কতিপয় পরিবর্তন ও পরিমার্জন সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয় কমিশন। জানা গেছে, বিএসইসির ৬৪২তম কমিশন সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ) রুলস-২০১৮ এর খসড়া অনুমোদিত হয়। কমিশনে সিদ্ধান্ত অনুযায়ী এ খসড়াটির উপর জনমত যাচায়ের নিমিত্তে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। প্রাপ্ত জনমত যাচাই বাছাইপূর্বক এই রুলসের চূড়ান্ত অনুমোদন দিয়েছে কমিশন। আগামীকাল উদ্ধোধনের মাধ্যমে স্মল-ক্যাপ বোর্ডের কার্যক্রম শুরু হবে।

Exit mobile version