Decision Maker

ডিভিডেন্ড পাঠিয়েছে ৫ কোম্পানি

বছরান্তে ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে বণ্টন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৫ কোম্পানি। সদ্য সমাপ্ত সপ্তাহে কোম্পানিগুলো বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট ও ব্যাংক হিসাবে এ ডিভিডেন্ড পাঠিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ডাচ-বাংলা ব্যাংক, ইউনাইটেড ইন্সুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইউনাইটেড ফাইন্যান্স ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

ডাচ-বাংলা ব্যাংক: আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদানের ঘোষণা দিয়েছিল ডাচ-বাংলা ব্যাংক, যা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

গত ২১ মে কোম্পানির ঘোষিত এ স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে।

ইউনাইটেড ইন্সুরেন্স: আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৫.৯৫ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদানের ঘোষণা দিয়েছিল কোম্পানিটি, যা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

গত ২৩ মে কোম্পানির ঘোষিত এ স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স:আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদানের ঘোষণা দিয়েছিল কোম্পানিটি, যা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

গত ২০ মে কোম্পানির ঘোষিত এ স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে।

ইউনাইটেড ফাইন্যান্স: আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের ঘোষণা দিয়েছিল কোম্পানিটি, যা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

গত ২০ মে কোম্পানির ঘোষিত এ ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএস’র মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

ব্র্যাক ব্যাংক লিমিটেড: আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদানের ঘোষণা দিয়েছিল কোম্পানিটি, যা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

গত ১৯ মে কোম্পানির ঘোষিত এ স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে।

Exit mobile version