Decision Maker

মাইডাস ফাইন্যান্সের শীর্ষ দুই পদে পরিবর্তন

পুঁজিবাজারের তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের শীর্ষ দুই পদে পরিবর্তন হয়েছে। পরিবর্তনটি হয়েছে চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক পদে। সাবেক চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘ দিন দায়িত্ব পালন করার পর আইনি বাধ্যবদকতার জন্য পদ দুটিতে পরিবর্তন হয়েছে। প্রতিষ্ঠানিটির চেয়ারম্যান পদে এসেছেন লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী এবং তিনটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান।

জানা গেছে, তারা সাবেক চেয়ারম্যান রোকেয়া আফজাল এবং ব্যবস্থাপনা পরিচালক আজম এর পদে দায়িত্ব পালন করবেন। সাবেক চেয়ারম্যান প্রতিষ্ঠানটিতে প্রায় ১২ বছর এবং ব্যবস্থাপনা পরিচালক তিন মেয়াদে দশ বছর দায়িত্ব পালন করেছেন।

Exit mobile version