Decision Maker

মিউচ্যুয়াল ফান্ডে ক্ষতি: প্রভিশন রাখার সুযোগ পেল স্টক ডিলারও

মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করে ইউনিট দর কমে গেলে যে ক্ষতি হয় তার বিপরীতে প্রভিশন সংরক্ষণের সুবিধা পেয়েছে স্টক ডিলাররা। আজ ৫ নভেম্বর অনুষ্ঠিত বিএসইসির ৭০৪তম কমশিন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে মূল্যহ্রাস জনিত ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণে যে সুবিধা আর্থিক প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডসমূহ ও মার্চেন্ট ব্যাংকসমূহ পেয়ে থাকে স্টক ডিলার সমূহকেও একই সুবিধা প্রদান করা হবে। উক্ত নির্দেশনার অন্যান্য বিষয়ের মধ্যে এখন থেকে মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে সংরক্ষিতব্য প্রভিশন = [মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ইউনিাটর গড় ক্রয় মূল্য- চলতি বাজার মূল্যে নীট সম্পদ মূল্যের ৮৫ শতাংশ]

বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে সংরক্ষিতব্য প্রভিশন = [বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডে ইউনিটের গড় ক্রয় মূল্য-বে মেয়াদী ইউনিটের পুন:ক্রয় মূল্য এর সর্বোচ্চ ৫ শতাংশ ডিসকাউন্ট]।

Exit mobile version