Decision Maker

মূলধন বৃদ্ধির ১০ প্রজ্ঞাপন বাতিল করলো বিএসইসি

আইপিও এবং তালিকাভুক্ত ছাড়া মূলধন বৃদ্ধির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কোনো অনুমোদন লাগবে না বলে ইতিমধ্যেই নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা। আর এই মূলধন বৃদ্ধি সংক্রান্ত কমিশনের ৯টি প্রজ্ঞাপন আগেই বাতিল করা হয়েছে। মঙ্গলবার ১৬ জুলাই অনুষ্ঠিত বিএসইসির ৬৯৩তম সভায় এ সংক্রান্ত আরেকটি প্রজ্ঞাপনও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি’র প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক গণপ্রস্তাব (IPO) এবং তালিকাভুক্ত ব্যতীত অন্য সকল কোম্পানি ইক্যুইটি শেয়ারের মাধ্যমে মূলধনের ইস্যুর ক্ষেত্রে কমিশনের কোন সম্মতি গ্রহণের বাধ্যবাধকতা থেকে ইতোপূর্বে অব্যাহতি দেয়া হয়েছে। এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে। এবং পূর্বে জারিকৃত ৯টি প্রজ্ঞাপন/ আদেশ বাতিল করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কমিশনের Order No-SEC/CFD/2001/Admin/02-03, dated:04 October,2001 এর কার্যকারিতা না থাকার ফলে আজকের সভায় এ আদেশটিও বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ ব্যাপারে বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান শেয়ারবাজারনিউজ ডটকমকে জানান, যেসব নোটিফিকেশন বাতিল করা হয়েছে সেগুলোর সবই ক্যাপিটাল রেইজিংয়ের বিষয়। যেহেতু এখন থেকে ক্যাপিটাল রেইজ করার জন্য কমিশনের অনুমোদন লাগবে না তাই এ সংক্রান্ত প্রজ্ঞাপনগুলো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাইফুর রহমান আরো বলেন, কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির ৪০ কোটি টাকা পরিশোধিত মূলধন হলে তাকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর এবং ৫০ কোটি টাকা হলে ক্যাপিটাল মার্কেটে আসার যে বাধ্যবাধকতা ছিলো তা বাতিল করা হয়েছে। এছাড়া অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোর মূলধন বৃদ্ধি সংক্রান্ত যেসব নির্দেশনা ছিলো তাও বাতিল করা হয়েছে। যদি এই প্রজ্ঞাপন বাতিলের কারণে আইপিও সংক্রান্ত কোনো বিষয়ে সমস্যা হয় তাহলে পরবর্তীতে আইপিও’র জন্য আলাদাভাবে নির্দেশনা জারি করা হবে বলে জানান তিনি।

Exit mobile version