Decision Maker

ম্যাকসন স্পিনিংয়ের ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে সন্দেহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিংয়ের ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে সন্দেহ পোষণ করে অভিমত দিয়েছে নিরীক্ষক।

ডিএসই সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে কোম্পানির মুনাফা যেখানে ১১ কোটি ৫২ লাখ ৮১ হাজার ৮০৪ টাকা ছিল সেখানে ২০১৮-১৯ সমাপ্ত অর্থবছরে হয়েছে মাত্র ২ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৩৪৯ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানির মুনাফা ৭৫% এর বেশি কমেছে। এছাড়া কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্লো কয়েক বছর ধরে কমে যাচ্ছে। যে কারণে কোম্পানির ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে সন্দেহ পোষণ করছে ম্যাকসন স্পিনিংয়ের অডিটর। তবে কোম্পানির পরিচালকরা জানিয়েছে অদূর ভবিষ্যতে কোম্পানিকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট সম্পদ বিদ্যমান রয়েছে। বিদ্যমান ব্যবসায়িক কার্যক্রমে যে বাধা রয়েছে তা কাটিয়ে উঠতে কোম্পানির যথেষ্ট রিসোর্স রয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

Exit mobile version