আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমলেও উল্টোচিত্র ছিলো মিউচ্যুয়াল ফান্ডে। গত দুই-তিন কার্যদিবস ধরেই এই খাতে বেশ ইতিবাচক প্রভাব পড়তে দেখা গেছে। আজ ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে মাত্র ১টির ইউনিট দর কমেছে। দীর্ঘদিন পর পুঁজিবাজারে প্রাণ বলে পরিচিত মিউচ্যুয়াল ফান্ডের দর বৃদ্ধি পাওয়া বাজারের জন্য ইতিবাচক। মিউচ্যুয়াল ফান্ড যদি বাজারে টিকে থাকে তাহলে সামগ্রিক পুঁজিবাজার ভালো থাকবে-এমনটাই মনে করেন বাজার বিশেষজ্ঞরা।
জানা গেছে, আজ প্রকাশিত বেশিরভাগ মিউচ্যুয়াল ফান্ডের মার্কেট প্রাইস অনুযায়ী নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ৩০টি ফান্ডের ইউনিট দর ফেসভ্যালুর নিচে অবস্থান করছে। বেশিরভাগ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর এনএভি’র অনেক কম দরে রয়েছে। এতে এ খাতে বেশি লাভবান হওয়ার আশায় কম দরে ইউনিট কিনছেন বিনিয়োগকারীরা। এছাড়া এখনো কোনো ঘোষণা না আসলেও মিউচ্যুয়াল ফান্ড বিধিমালায় বিএসইসি নতুন করে সংশোধন আনবে বলে খবর রয়েছে। সেই প্রত্যাশায় বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ডের প্রতি ঝোঁক বাড়িয়েছেন। যে কারণে সম্প্রতি অন্যান্য সেক্টরের চেয়ে মিউচ্যুয়াল ফান্ড এগিয়ে রয়েছে।
উল্লেখ্য, আজ ডিএসই’র টপটেন গেইনার তালিকায় ১০টিই রয়েছে মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডগুলো হলো: সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এশিয়ার টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ভেনগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড এবং ভেনগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।