Decision Maker

র‌িজার্ভে কর পুনঃবিবেচনা হতে পারে: সালমান

আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির রিটেইনড আর্নিংস ও রিজার্ভের উপর কর আরোপের যে প্রস্তাব করা হয়েছে তা পুনঃবিবেচনা করা হতে পারে। বিষয়টি নিয়ে কাজ চলছে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ তথ্য  জানিয়েছেন।

আজ সোমবার ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০১৯ প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রিজার্ভের উপর কর আরোপ করার বিষয়টি নিয়ে অনেকে জায়গা থেকেই বলা হয়েছে। এর কারণে রি-ইনভেস্টমেন্টের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলেও অনেকে জানিয়েছেন। বিষয়টি সিরিয়াসলি কনসিডার করার কথা উঠেছে। আসলে রিটেইনড আর্নিংস ও রিজার্ভের উপর কর আরোপ হলে দ্বৈত কর হয়ে যাবে। তাই বিষয়টি নিয়ে কাজ চলছে। আশা করছি তা পুন:বিবেচনা করা হবে।

উল্লেখ, গত ১৩ জুন, বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে আগামী ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। এতে বিভিন্ন সেক্টরের পাশাপাশি পুঁজিবাজারের জন্যও কর বিষয়ক কিছু প্রস্তাব করা হয়। এরই একটি হচ্ছে রিজার্ভ ও রিটেইনড আর্নিংস (অবণ্টিত মুনাফা) এর উপর কর বসানোর প্রস্তাব। প্রস্তাবে বলা হয়েছে, একটি আয়কর বছরে তালিকাভুক্ত কোনো কোম্পানির রিজার্ভ, রিটেইনড আর্নিংস (অবণ্টিত মুনাফা) ইত্যাদির সমষ্টি তার পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের বেশি হলে বাড়তি অংশের জন্য ১৫ শতাংশ হারে কর দিতে হবে। এছাড়া স্টক ডিভিডেন্ড এর উপরও ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়।

Exit mobile version