Decision Maker

লভ্যাংশ দেয়নি পিপলস লিজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল) গত ৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখে সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। গত ২৭ জুন, বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ না দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচিত বছরে কোম্পানিটি বিপুল অঙ্কের লোকসান দেওয়ায় পরিচালকরা লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেন। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৈঠকে আলোচিত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ বছরে পিপলস লিজিং এককভাবে শেয়ার প্রতি লোকসান দিয়েছে ৫ টাকা ২৪ পয়সা। আর সহযোগী প্রতিষ্ঠানের লোকসানসহ সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান দিয়েছে ৫ টাকা ৫২ পয়সা। আগের বছর এককভাবে শেয়ার প্রতি লোকসান ছিল ২৭ টাকা ০৭ পয়সা, আর সমন্বিতভাবে ছিল ২৬ টাকা ৬৮ পয়সা।

আগামী ১৭ সেপ্টেম্বর রাজধানীর মহাখালির রাওয়া ক্লাবে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ আগস্ট।

Exit mobile version