Decision Maker

লেনদেনের শীর্ষে বিমা খাত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের শীর্ষে অবস্থান করছে বিমা খাত। দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্যাংকিং খাত।

ডিএসইর লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ডিএসইতে মোট লেনদেনে বিমা খাতের দখলে রয়েছে ২০ শতাংশ। খাতটির লেনদেন হয়েছে প্রায় ৬৩ কোটি টাকা।  এরপরেই  ব্যাংকিং খাতের অবস্থান। ডিএসইর লেনদেনে খাতটির অংশগ্রহন ১৭ শতাংশ। ব্যাংক খাতের লেনদেন হয়েছে ৫৪ কোটি টাকা। লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। এখাতের অংশগ্রহন ১৩ শতাংশ। খাতটির লেনদেন হয়েছে ৪০ কোটি টাকা।

এদিকে, ডিএসইর লেনদেনে জ্বালানি খাতের অংশগ্রহন ৯ শতাংশ। এখাতের লেনদেন হয়েছে ২৮ কোটি টাকা। এছাড়া ফার্মাসিউটিক্যাল এবং ব্স্ত্রখাতের প্রত্যেকের ৭ শতাংশ করে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৬ শতাংশ, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এবং বিবিধ খাতের প্রত্যেকের ৫ শতাংশ করে, ট্যানারী এবং সিরামিক খাতের প্রত্যেকের ৩ শতাংশ করে, সিমেন্ট, আইটি, টেলিকমিউনিকেশন, মিউচ্যুয়াল খাতের প্রত্যেকের ১ শতাংশ করে লেনদেন হয়েছে।

Exit mobile version