Decision Maker

সংকট উত্তোরণে শীর্ষ ব্রোকারেজদের সঙ্গে বসছে ডিবিএ-ডিএসই

পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি থেকে উত্তোরণে শীর্ষ ব্রোকারেজ হাউজের সঙ্গে বৈঠকে বসছে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েন (ডিবিএ) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আজ (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় শীর্ষ-৩০ ব্রোকারেজ হাউজের সঙ্গে ডিএসইর কার্যালয়ে এ বৈঠক শুরু হবে।

বৈঠকে পুঁজিবাজারের তারল্য সংকট দূর করতে হাউজগুলোর পক্ষ থেকে বিনিয়োগে আসার ব্যাপারে আলোচনা করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, পুঁজিবাজারের মন্দাবস্থা দূর করতে গতকাল আইসিবির সঙ্গে বৈঠকে বসেছে ডিবিএ। বৈঠকের পর পুঁজিবাজারে বিনিয়োগের কথা জানিয়েছে আইসিবি। এছাড়া সিকিউরিটিজ হাউজগুলো যার যার অবস্থান থেকে বিনিয়োগের আসার ব্যাপারেও আলোচনা হয়। সেই সূত্র ধরে আজ বিকেলে পুঁজিবাজারের শীর্ষ-৩০ সিকিউরিটিজ হাউজের সঙ্গে ডিএসই ও ডিবিএ বৈঠকে মিলিত হবে। এতে চলমান সংকট উত্তোরণে ফলপ্রসু সিদ্ধান্ত আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Exit mobile version