Decision Maker

সাপ্তাহিক লুজারের শীর্ষে ইনটেক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের বা লুজারের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৪২ দশমিক ৬২ শতাংশ।  কোম্পানিটি সর্বশেষ ১৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। ৪ কোটি ৯ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা উসমানিয়া গ্লাসের দর কমেছে ৩৭ দশমিক ৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। ৩ কোটি ৫৫ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭১ লাখ ৩ হাজার ২০০ টাকা।

তৃতীয় স্থানে থাকা শাইন পুকুর সিরামিকসের দর কমেছে ৩০ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। ১ কোটি ৩৮ লাখ ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৭ লাখ ৭০ হাজার ৪০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গোল্ডেন হার্ভেস্টের ৩০ দশমিক ৪৩ শতাংশ, বিডি থাই অ্যালুমেনিয়ামের ২৯ দশমিক ৪১ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ২৭ দশমিক ৩৪ শতাংশ, স্যালভো কেমিক্যালের ২২ দশমিক ৫৮ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ২১ দশমিক ২১ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ২০ দশমিক ৭১ শতাংশ এবং গ্লোবাল হেবি কেমিক্যালের ১৮ দশমিক ৫১ শতাংশ দর কমেছে।

Exit mobile version