Decision Maker

সিডিবিএলের পাওনা পরিশোধ করছে না ৬ হাউজ: ব্যবস্থা নিতে বিএসইসি’র নির্দেশ

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) পাওনা অর্থ পরিশোধ করছে না ৬ হাউজ। এই ৬ ডিপোজিটরি অংশগ্রহণকারীর (ডিপি) বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের এনফোর্সমেন্ট বিভাগকে নির্দেশ প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৯৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, সিনহা সিকিউরিটিজের কাছে থেকে সিডিবিএল ৩ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার টাকা পাবে। এছাড়া এম সিকিউরিটিজ থেকে ৪৬ লাখ ৬৫ হাজার টাকা, লোটাস শেয়ার অ্যান্ড সিকিউরিটিজের কাছে ২৯ লাখ টাকা, বানকো সিকিউরিটিজের কাছে ৪০ লাখ ৩৪ হাজার টাকা, ফার্স্ট লিড সিকিউরিটিজের কাছে ৩০ লাখ ৪৬ হাজার টাকা ও শাদ সিকিউরিটিজ থেকে ৬৩ লাখ ৯২ হাজার টাকা পাবে। ডিপিগণকে কমিশন থেকে চিঠি দেওয়া সত্ত্বেও উল্লেখিত পরিমাণ অর্থ অনাদায়ী রয়েছে। এই কার্যকলাপের মাধ্যমে ডিপিগণ আইন লংঘন করেছে। একইসঙ্গে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। ফলে কমিশন উল্লেখিত ডিপিগণের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিধি অনুযায়ি ব্যবস্থা গ্রহণের জন্য এনফোর্সমেন্ট বিভাগকে নির্দেশ প্রদান করা হয়েছে।

Exit mobile version