Decision Maker

স্থিতিশীলতায় বাজার শুরু

পবিত্র ঈদ-উল-আযহার পর আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরু থেকেই উত্থানে ছিলো বাজার। রোববার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ৮৬ কোটি ৮৬ লাখ ২২ হাজার টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২১৬.৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৯৭.৫৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৪১.৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৭০ লাখ ৮ হাজার টাকা।

এর আগের কার্যদিবসে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫২০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১৯২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৮৩৭ পয়েন্টে। লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২২৮টির, কমে ৬৩টির এবং অপরিবর্তিত ছিলো ৬১টির। আর দিন শেষে লেনদেন হয় ৪১০ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৩৯.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৭০০.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৩ লাখ ৮২ হাজার ৮০৫ টাকা।

এর আগের কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯ হাজার ৬৬০ পয়েন্টে। লেনদেন হওয়া ২৫৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৪৪টির, কমে ৭৪টির এবং অপরিবর্তিত থাকে ৩৯টির। আর লেনদেন হয় ১৬ কোটি ৮১ লাখ ৩ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় সূচক বাড়লেও সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ৮৭ লাখ ২০ হাজার ১৯৫ টাকা।

Exit mobile version