Decision Maker

স্পট মার্কেটে যাচ্ছে ৭ কোম্পানি

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। এগুলো হলো: জেনেক্স ইনফোসিস, খান ব্রাদার্স, শ্যামপুর সুগার, রেইনউইক যজ্ঞেস্বর, জিলবাংলা সুগার, মেঘনা পেট এবং মেঘনা কনডেন্স মিল্ক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ৭ নভেম্বর, বৃহস্পতিবার জেনেক্স ইনফোসিসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ৫ ও ৬ নভেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।

এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ৭ নভেম্বর, বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

অন্যদিকে, আগামী ১৯ নভেম্বর, খান ব্রাদার্স, শ্যামপুর সুগার, রেইনউইক যজ্ঞেস্বর, জিলবাংলা সুগার, মেঘনা পেট এবং মেঘনা কনডেন্স মিল্ক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের নয় কার্যদিবস অর্থাৎ ৫ থেকে ১৮ নভেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানির শেয়ার লেনদেন।

এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৯ নভেম্বর, লেনদেন স্থগিত রাখবে এসব কোম্পানি।

Exit mobile version