Decision Maker

১০% নগদ লভ্যাংশ দিলেই আর রিজার্ভে কর নয়

১০ শতাংশ নগদ লভ্যাংশ দিলেই কোনো কোম্পানিকে তাদের রিজার্ভের ওপর আর কর দিতে হবেনা এনবিআরকে এমন প্রস্তাব দিয়ে তা অনুমোদনের জন্য পাঠিয়েছে বিএসইসি।তাছাড়া বাজেটে প্রস্তাবিত রিজার্ভের ওপর করের বিষয়টি সংশোধন করে ডিভিডেন্ড না দিলে শুধুমাত্র আগামি বছরের রিজার্ভের ওপর থেকে যেনো কর কাটা হয় এমন প্রস্তাবও পাঠিয়েছে সংস্থাটি।

বিএসইসির প্রস্তাবে বলা হয়েছে, তালিকাভুক্ত অনেক কোম্পানি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দিয়ে নিজেদের রিজার্ভ বাড়িয়ে চলেছে। তাই কোম্পানিগুলোকে দায়িত্বশীলতার মধ্যে আনতে রিজার্ভের ওপর করারোপের বিষয়টি একেবারে অমূলক নয়। কিন্তু বিদ্যমান রিজার্ভের ওপর করারোপ করা হলে এতে অনেক বিশৃঙ্খলা দেখা দেবে। এতে সামগ্রিক ‍পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়বে। তাই এনবিআরের কাছে আগামী বছরের রিজার্ভের ওপর করারোপের প্রস্তাব করা হয়েছে। তবে যদি কোনো কোম্পানি ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করার জন্য ন্যূনতম ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয় তাদের রিজার্ভের ওপর কোনো ট্যাক্স আরোপ করা হবে না এমন প্রস্তাব করা হয়েছে।

উল্লেখ্য, প্রস্তাবিত বাজেটে (২০১৯-২০২০) তালিকাভুক্ত কোম্পানির স্টক ডিভিডেন্ড এবং পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের বেশি রিটেইনড আর্নিংস-রিজার্ভের ওপর ১৫ শতাংশ করারোপের কথা বলা হয়েছে। আর এই প্রস্তাবের বিপক্ষে রয়েছেন পুঁজিবাজারের বেশিরভাগ স্টেকহোল্ডার। যে কারণে উল্লেখিত বিষয়টি সংশোধনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক করেছেন স্টেকহোল্ডাররা। স্টেকহোল্ডারদের দাবির প্রেক্ষিতে বিএসইসি এ ব্যাপারে পুন:বিবেচনার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে প্রস্তাব পাঠিয়েছে।

Exit mobile version