বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিস, আমরা নেটওয়ার্ক ও কাশেম ইন্ডাস্ট্রিজ। এ তিন কোম্পানির সময়মতো তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
গত ২৮ মার্চের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এফ আর টাওয়ারের অষ্টম ও নবম তলার আমরা টেকনোলজিস ও আমরা নেটওয়ার্কসের কার্যালয় সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। এতে কোম্পানি দুটির প্রধান সার্ভারও পুড়ে গেছে। মূল সার্ভার পুড়ে গেলেও রাজধানীর পান্থপথে ব্যাকআপ (বিকল্প) সার্ভার থেকে গ্রাহকদের ইন্টারনেট সেবা প্রদান করছে উভয় কোম্পানি।
আমরা নেটওয়ার্কসের সিএফও এনামুল হক সমকালকে জানান, দুর্ঘটনায় সব নথিপত্র পুড়ে গেছে বা নষ্ট হয়েছে। এখনও ক্ষয়ক্ষতির পুরোটা জানা যায়নি। আর্থিক লেনদেনের তথ্য কোথায়-কী পর্যায়ে আছে, তা এখনও জানা যায়নি। ব্যাকআপ সার্ভার থেকে কিছু উদ্ধার করা হয়েছে। তবে চলতি মাসের মধ্যেই প্রতিবেদন তৈরি করা যাবে কি-না, তা এখনই বলা যায়নি।
সুত্র- সমকাল