Decision Maker

৩ বছরের ডিভিডেন্ড দিবে প্রগ্রেসিভ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ জুলাই, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৩, ২০১৪ এবং ২০১৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৭৫ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১২ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১২ সালে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।

Exit mobile version