Decision Maker

৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০জুন,২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষনা করেছে। নিম্নে কোম্পানিগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:

স্টাইল ক্রাফট

স্টাইল ক্রাফট ৩০জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের ১৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৭৪ টাকা। এছাড়া শেয়ার প্র্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৬৬.০৭ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.৪৮ টাকা।

এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায়, স্পেক্টা কনভেনশন সেন্টার, ঢাকাতে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

আমরা নেটওয়ার্কস লিমিটেড

আমরা নেটওয়ার্কস লিমিটেড ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ এবং ৬ শতাংশ স্টক। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.০০ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫.৩২ টাকা। আর শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.৭২ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর, সকাল ১০টায়, ডেল্টা লাইফ কনফারেন্স, ডেল্টা লাইফ টাওয়ার, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

ড্রাগন সোয়েটার

ড্রাগন সোয়েটার ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৫ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯.৫৩ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৮ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর, সকাল ১১টায়, ইমপেরিয়াল কনভেনশন সেন্টার, মালিবাগে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

ফাইন ফুডস লিমিটেড

৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস লিমিটেড। আজ অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র মতে, সমাপ্ত বছরে কোম্পানিটি সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৪৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১০.৮৪ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.১০৮ টাকা্ (নেগেটিভ)।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ডিসেম্বর, বেলা সাড়ে ১২টায় ফ্যাক্টরী প্রাঙ্গন, কিশোরগঞ্জে ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১৯ নভেম্বর।

রেনেটা লিমিটেড

৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে ১০০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ১১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের রেনেটা লিমিটেড। এছাড়া কোম্পানির অনুমোদিত ১০০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাপ্ত বছরে কোম্পানিটি সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬.৬৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩০.৯০ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫২.৫৪ টাকা্।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায়, করপোরেট হেড অফিস প্রাঙ্গন, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২০ নভেম্বর। এছাড়া একই দিন একই স্থানে বেলা সাড়ে ১২টায় মূলধন বৃদ্ধি সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।

Exit mobile version