চলতি বছরের গত ২৯ জানুয়ারি থেকে শুরু হয় পুঁজিবাজারে পতন। সেই ধারাবাহিকতায় সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে ব্যাপক পতন হয়েছে। গত মাসে পুপুঁজিবাজারে সব কয়টি সূচক কমেছে। সেই সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেনও। তবে পুঁজিবাজারে এই মন্দা অবস্থাতেও নতুন বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে।

এপ্রিল মাসে ৪ হাজার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলেছে বিনিয়োগকারীরা। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ২০১৯ সালের মার্চ মাসের শেষ দিন পর্যন্ত বিও হিসাব ছিল ২৮ লাখ ৪৪ হাজার ৩৮৯ টি। আর গত মাসের শেষ দিন এ সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৪৮ হাজার ৩২০ টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে ৩ হাজার ৯৩১টি বিও হিসাব খুলেছে বিনিয়োগকারীরা।

আলোচ্য সময়ে পুরুষ বিও হিসাব দাঁড়িয়েছে ২০ লাখ ৭৮ হাজার ৭৩১ টি। মার্চ মাসে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ২০ লাখ ৭৫ হাজার ৮৮২ টি। এসময়ে পুরুষ বিও হিসাব বেড়েছে ২ হাজার ৮৪৯টি।

গত মাসে নারী বিনিয়োগকারীরা খুলেছে ৯৮৮টি বিও হিসাব। মার্চ মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৭ লাখ ৫৫ হাজার ৪৫১টি। এপ্রিল মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৪৩৯টি।

এপ্রিল মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ৯৪টি। মার্চ মাসে কোম্পানি বিও হিসাব ছিল ১৩ হাজার ৫৬টি। গত মাসে কোম্পানি বিও দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫০টি।

আলোচিত সময়ে পুঁজিবাজারে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৩ হাজার ৪৩৪টি। এপ্রিলে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ২৬ লাখ ৬৪ হাজার ৯০৪টি। মার্চ মাসে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ২৬ লাখ ৬১ হাজার ৪৭০টি।

এপ্রিল মাসে বিদেশী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ২৬৬টি। মার্চ মাসে বিদেশী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১ লাখ ৬৯ হাজার ৮৬৩টি। এপ্রিলে বিদেশী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৪০৩টি।