ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির সপ্তাহজুড়ে ২৫ লাখ ১১ হাজার ৮৭১টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৯৯ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিলকো ফার্মাসিউটিক্যালসের ১ কোটি ৯৮ লাখ ৭২ হাজার ৩৩৪ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৭ কোটি ১৯ লাখ ২১ হাজার টাকা।
তালিকার তৃতীয় থাকা মুন্নু সিরামিকসের ২৫ লাখ ৩৩ হাজার ৭৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৪ কোটি ২০ লাখ ২ হাজার টাকা।
লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিকন ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন, জেএমআই সিরিঞ্জ, মুন্নু জুট স্ট্যাফলার্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওয়াটা কেমিক্যালস ও ফরচুন সুজ।