বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যে রোড শো’র আয়োজন করেছে ২ কোম্পানি। এরই অংশহিসেবে আজ (২০ অক্টোবর) অনুষ্ঠিত হবে এসব কোম্পানির রোড শো। এগুলো হলো: ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড এবং জেএমআই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
কোম্পানি সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ ইন্ট্যারন্যাশনাল কনফারেন্স সেন্টার (বিআইসিসি), আগারগাঁও, শের–ই–বাংলা নগর, ঢাকাতে এ রোড শো’র আয়োজন করেছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। আর একই সময়ে রেডিশন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, গ্রান্ড বলরুম (লেভেল–১), এয়ারপোর্ট রোড, ঢাকা ক্যান্টনম্যান্ট, ঢাকাতে রোড শো’র আয়োজন করেছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড।
জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। রেজিস্টার টু দি ইস্যু হিসেবে কাজ করছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আর ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস।
রোড–শো অনুষ্ঠানে যোগ্য বিনিয়োগকারী হিসেবে মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার ও তাদের পরিচালিত মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও ফান্ডের ম্যানেজার, অনুমোদিত পেনশন ও প্রভিডেন্ট ফান্ড, ইতিমধ্যে বিনিয়োগ করা বৈদেশিক বিনিয়োগকারী এবং কমিশন অনুমোদিত বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন।