গত এক সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে ২১ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: বিডি থাই অ্যালুমিনিয়াম, সালভো কেমিক্যাল, জেনারেশন নেক্সট ফ্যাশনস, মুন্নু ফেব্রিক্স, আরএন স্পিনিং মিলস, রেনউইক যজ্ঞেশ্বর, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, জিলবাংলা সুগার, ইমাম বাটন, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, আরামিট সিমেন্ট, বেক্সিমকো সিনথেটিকস, শাইনপুকুর সিরামিক, উসমানিয়া গ্লাস, দুলামিয়া কটন, গোল্ডেন সন, শ্যামপুর সুগার, ইনটেক, জাহিনটেক্স এবং সাভার রিফ্রাক্টরিজ।
বিডি থাই: কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৬ টাকা। ৩০ জুন ২০১৯ পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৩৬ টাকা।
সালভো কেমিক্যাল : কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬১ টাকা। ৩০ জুন ২০১৯ পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.১৫ টাকা।
জেনারেশন নেক্সট ফ্যাশনস : কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা। ৩০ জুন ২০১৯ পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৮৯ টাকা।
মুন্নু ফেব্রিক্স : কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। ৩০ জুন ২০১৯ পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.১৯ টাকা।
আরএন স্পিনিং মিলস : কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫.৪৭ টাকা। ৩০ জুন ২০১৯ পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১.২১ টাকা।
রেনউইক যজ্ঞেশ্বর : শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.২১ টাকা। ৩০ জুন ২০১৯ পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০.৬৬ টাকা।
খান ব্রাদার্স : শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৫ টাকা। ৩০ জুন ২০১৯ পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৬৪ টাকা।
জিলবাংলা সুগার : শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০৩.৯০ টাকা। ৩০ জুন ২০১৯ পর্যন্ত শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৬০৮ টাকা।
ইমাম বাটন : কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৪৯ টাকা। চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৫.৩২ টাকা।
মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ : কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৩২৪ টাকা। চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৩.৯১৪ টাকা।
মেঘনা কনডেন্সড মিল্ক : কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭.৮০ টাকা। চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৫১.৮৮ টাকা।
আরামিট সিমেন্ট : কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫.১৫ টাকা। চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ০.৮৫ টাকা।
বেক্সিমকো সিনথেটিক : কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.৪৬টাকা। চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৪.১৩ টাকা।
শাইনপুকুর সিরামিক : কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৪৩ টাকা। চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৯.০৪ টাকা।
উসমানিয়া গ্লাস : কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬.২১ টাকা। চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৯৯.৬৫ টাকা।
দুলামিয়া কটন : কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৮৮ টাকা। চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৩৪.৯৭ টাকা।
গোল্ডেন সন : কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৯৯ টাকা। চলতি বছরের ৩০ জুন সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ২১.০৮ টাকা।
শ্যামপুর সুগার : কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২৬.২৯ টাকা। চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি ঋনাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৮৬৭.৯৭ টাকা।
ইনটেক : কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা। চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১০.৭০ টাকা।
জাহিনটেক্স : কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.২৪ টাকা। চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ২২.৪৯ টাকা।
সাভার রিফ্রাক্টরিজ : কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.১৩ টাকা। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৪.০৪ টাকা।
লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহবান করেছে কোম্পানিগুলো। কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই অ্যালুমিনিয়ামের ১৫ ডিসেম্বর, সালভো কেমিক্যালের ১২ ডিসেম্বর, জেনারেশন নেক্সট ফ্যাশনসের ২১ ডিসেম্বর, আরএন স্পিনিং মিলসের ২২ ডিসেম্বর, রেনউইক যজ্ঞেশ্বরের ১৪ ডিসেম্বর, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ২১ ডিসেম্বর, জিলবাংলা সুগারের ২১ ডিসেম্বর, ইমাম বাটনের ২৮ ডিসেম্বর, মেঘনা পেটের ২৬ ডিসেম্বর, মেঘনা কনডেন্সড মিল্কের ২৬ ডিসেম্বর, আরামিট সিমেন্টের ২২ ডিসেম্বর, বেক্সিমকো সিনথেটিকসের ২১ ডিসেম্বর, শাইনপুকুর সিরামিকের ২১ ডিসেম্বর, উসমানিয়া গ্লাসের ২০ ডিসেম্বর, দুলামিয়া কটনের ১৯ ডিসেম্বর, গোল্ডেন সনের ২৬ ডিসেম্বর, শ্যামপুর সুগারের ৭ ডিসেম্বর, ইনটেকের ৯ ডিসেম্বর এবং জাহিনটেক্সের এজিএম আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এ সংক্রান্ত রেকর্ড ডেটও নির্ধারণ করেছে কোম্পানিগুলো। কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই অ্যালুমিনিয়ামের ২১ নভেম্বর, সালভো কেমিক্যালের ২০ নভেম্বর, জেনারেশন নেক্সট ফ্যাশনসের ২০ নভেম্বর, আরএন স্পিনিং মিলসের ২০ নভেম্বর, রেনউইক যজ্ঞেশ্বরের ১৯ নভেম্বর, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ১৯ নভেম্বর, জিলবাংলা সুগারের ১৯ নভেম্বর, ইমাম বাটনের ২৫ নভেম্বর, মেঘনা পেটের ১৯ নভেম্বর, মেঘনা কনডেন্সড মিল্কের ১৯ নভেম্বর, আরামিট সিমেন্টের ২১ নভেম্বর, বেক্সিমকো সিনথেটিকসের ২৫ নভেম্বর, শাইনপুকুর সিরামিকের ২৫ নভেম্বর, উসমানিয়া গ্লাসের ২১ নভেম্বর, দুলামিয়া কটনের ২০ নভেম্বর, গোল্ডেন সনের ২১ নভেম্বর, শ্যামপুর সুগারের ১৯ নভেম্বর, ইনটেকের ২০ নভেম্বর, জাহিনটেক্সের ১৮ নভেম্বর এবং সাভার রিফ্রাক্টরিজের রেকর্ড ডেট ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।