প্রথম প্রান্তিক (জুলাই’১৯-সেপ্টেম্বর’১৯) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫.৯৯ টাকা। কিন্তু আজ দিনের শুরুতে ডিএসই’র নিউজে এসিআইয়ের ইপিএস ভুলবশত দেখানো হয়েছে শেয়ার প্রতি আয় ৫.১৯ টাকা। অর্থাৎ কোম্পানির একক ইপিএসকে সমন্বিত ইপিএস হিসেবে দেখানো হয়েছে। তবে এই ভুল সংশোধন করে পরবর্তীতে আরেকটি সংশোধনী নিউজ প্রকাশ করেছে ডিএসই। যেখানে বলা হয়েছে, এসিআই লিমিটেডের সমন্বিত ইপিএস ৫.১৯ টাকার (একক) পরিবর্তে ৫.৯৯ টাকা লোকসান হয়েছে।