সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকার ৯০ শতাংশই দখল করেছে মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানিগুলো।
ডিএসই সূত্রে জানা গেছে, জানা গেছে, ডিএসইর টপটেন গেইনার তালিকার প্রথম স্থান দখল করেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। আজ ফান্ডটি ইউনিট দর ০.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এ তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। এই ফান্ডের ইউনিট দর ১.৪০ টাকা বা ৯.৮৬ শতাং বেড়েছে এবং ইউনিট দর ০.৯০ টাকা বা ৯.৬৮ শতাংশ বেড়ে এ তালিকার তৃতীয় স্থানে উঠে আসে এসইএমএল আইবিবিএল শরিয়াহ্ ফান্ড। এছাড়া ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯.৫২ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৯.২৬ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৯৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮.০৬ শতাংশ এবং ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্ডস ফান্ডের ইউনিট দর ৭.২৭ শতাংশ বেড়েছে।
এছাড়া ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.৯১ শতাংশ বেড়ে ডিএসইর টপটেন গেইনার তালিকার নবম স্থানে উঠে আসে।