ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের নেদারল্যান্ডসভিত্তিক করপোরেট উদ্যোক্তা নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি তাদের হাতে থাকা কোম্পানির সব শেয়ার বিক্রি করবে। বর্তমানে কোম্পানিটির হাতে ডাচ্-বাংলা ব্যাংকের ৪৬ লাখ ৯২ হাজার ৫৫০টি শেয়ার রয়েছে, যা ব্যাংকটির মোট শেয়ারের প্রায় ১ শতাংশ।
এ শেয়ার কেনার ইচ্ছা পোষণ করেছে হরাইজন অ্যাসোসিয়েটস লিমিটেড। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ধারা-৪ অনুযায়ী, গতকালের মধ্যে এ লেনদেন সম্পন্ন করার কথা বলা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের ঘোষণায়।
এর আগে গত ১৮ জুলাই ডাচ-বাংলা ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক আবেদুর রশিদ খান তার হাতে থাকা ব্যাংকের ২ কোটি ৬১ লাখ ৭৩ হাজার ২৫টি শেয়ার হরাইজন অ্যাসোসিয়েটসের অ্যাকাউন্টে হস্তান্তরের ঘোষণা দেয়। তার এ ঘোষণা অনুযায়ী ২৮ জুলাই শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়।
ন্যাদারল্যান্ডসভিত্তিক করপোরেট উদ্যোক্তার কাছ থেকে নতুন করে ৪৬ লাখ ৯২ হাজার ৫৫০টি শেয়ার কেনায় হরাইজন অ্যাসোসিয়েটসের অ্যাকাউন্টে মোট শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮ লাখ ৬৫ হাজার ৫৭৫, যা ডাচ-বাংলা ব্যাংকের মোট শেয়ারের ৬ দশমিক ১৭ শতাংশ।
২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ৫০ কোটি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৮৬ দশমিক ৯৯ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ২২ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৯ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা।
ডাচ্-বাংলা ব্যাংক ২০১৭ ও ২০১৬ হিসাব বছরে ৩০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছিল। তার আগের তিন হিসাব বছরে ৪০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।
ডিএসইতে বৃহস্পতিবার ডাচ্-বাংলা ব্যাংক শেয়ারের সর্বশেষ দর ছিল ৭২ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৬৩ টাকা ৫০ পয়সা ও ২৩৭ টাকা ২০ পয়সা।