নতুন উদ্যোক্তাদের জন্য ইউনিয়ন ক্যাপিটালের তত্ত্বাবধানে যাত্রা শুরু করেছে ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মসলিন ক্যাপিটালের প্রথম ফান্ড।

জানা যায়, ফান্ডটির নাম মসলিন ভিসি ফান্ড-১। এর স্পন্সর মসলিন ক্যাপিটাল। ফান্ডটির ট্রাস্টি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। গত শনিবার মসলিন ক্যাপিটালের নিজস্ব কার্যালয়ে ফান্ডটির উদ্বোধন করা হয়। মসলিন ভিসি ফান্ড-১ ইতিমধ্যেই ট্রাস্ট আকারে নিবন্ধিত হয়েছে। এই ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড থেকে নতুন উদ্যোক্তাদের ইক্যুইটি ইনভেস্টমেন্ট করা হবে। এটি বিকল্প বিনিয়োগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

ফান্ডের স্পন্সর মসলিন ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালি-উল-মারুফ মতিন ট্রাস্টি ইউনিয়ন ক্যাপিটালের ইউনিয়ন প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী মঞ্জুর লিয়াকতের হাতে চেক তুলে দেন। এতে ইউনিয়ন ক্যাপিটাল এবং মসলিন ক্যাপিটালের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।