পুঁজিবাজারে নতুন লেনদেন শুরু হওয়া বস্ত্রখাতের কোম্পানি নিউ লাইন ক্লোথিংসের ব্যবস্থাপনা পরিচালক এম জাকির হোসেন চৌধুরী বলেন, পুঁজিবাজারে আসার ফলে আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা আগের চেয়ে বেড়ে গেছে। সেই দায়বদ্ধতা থেকে আমরা আগামী দিন কাজ করে শেয়ারহোল্ডার, স্টক এক্সচেঞ্জ, রেগুলেটরী প্রতিষ্ঠানসহ সকলের আশা যাতে পূরণ করতে পারি সে জন্য সবার দোয়া চাই।

সোমবার নিউ লাইনের লেনদেন শুরু হওয়ার আগে পূর্বে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, আগামী দিনে বর্তমান ব্যবসার ধারাবাহিকতা বজায় রেখে কোম্পানি সামনে এগিয়ে যেতে কাজ করতে বদ্ধ পরিকর।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক আসিফ রহমান, মরুফুল হক চৌধুরী, ইস্যু ব্যবস্থাপনা কোম্পানি বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মেজর অব. আবু বকর সিদ্দিক প্রমুখ।

উল্লেখ্য, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া নিউ লাইন ক্লোথিংসের শেয়ার ৩০ টাকায় লেনদেন শুরু হয়েছে। সোমবার (২৭ মে) লেনদেনের প্রথম দিন এ চিত্র দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির প্রতিটি ১০ টাকার শেয়ার প্রথম দিনে ৩০ টাকা দরে লেনদেন শুরু হয়েছে। লেনদেনের ১০ মিনিটের মাথায় অর্থাৎ ১০টা ১০ মিনিটে ১০ টাকার প্রতিটি শেয়ার ১৯.৬০ টাকা লেনদেন হতে দেখা গেছে। এ সময় পর্যন্ত কোম্পানিটির শেয়ার বিক্রেতা ৯.৬০ টাকা বা ৯৬ শতাংশ মুনাফা অর্জন করেছেন।

“এন” ক্যাটাগরিভুক্ত নিউ লাইন ক্লোথিংসের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে : “NEWLINE” এবং কোম্পানি কোড হচ্ছে : ১৭৪৮২।