সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের আগ্রহে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন কেবলস লিমিটেডের। ইস্টার্ন কেবলসের শেয়ার দর রোববার ছিল ২৮৬.৯০ টাকায়। সোমবার লেনদেন শেষে শেয়ার দর দাঁড়ায় ৩০২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৫.২০ টাকা বা ৫.২৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন কেবলস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ৪.৭২ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৬১ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩.৮৪ শতাংশ, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৩.৬৩ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩.২৭ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৩.২১ শতাংশ, ঢাকা ব্যাংকের ২.৯৮ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ২.৯১ শতাংশ এবং বিডি ল্যাম্পসের শেয়ার দর ২.৮৯ শতাংশ বেড়েছে।