কুইন সাউথ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ চলতি বছরের মধ্যে বিনিয়োগ হবে বলে জানিয়েছে। কোম্পানিটি চলতি বছরেই অটোমেটিক ওয়্যারহাউজ নির্মাণের কাজ শেষ করবে। ইতোমধ্যে কোম্পানিটি ওয়্যারহাউজের ভিত্তিপ্রস্তরের কাজ সম্পন্ন করেছে। একই সঙ্গে কোম্পানিটি স্টিল স্ট্রাকচার ও অন্যান্য যন্ত্রপাতি কেনার জন্য এলসি খুলেছে। এছাড়া কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুরোনো মেশিনারিজ বিক্রি করে নতুন মেশিন আমদানির সিদ্ধান্ত নিয়েছে। আধুনিকায়নের জন্য নতুন এ মেশিনারিজ আমদানি করতে মোট খরচ হবে ৭৯ কোটি ৪২ লাখ ১১ হাজার টাকা। যেখানে কোম্পানিটি ২৫ কোটি ৪০ লাখ ৯১ হাজার ৬৯৮ টাকার পুরোনো মেশিনারিজ বিক্রি করতে পারবে। এর আগে কোম্পানিটি পুঁজিবাজার থেকে এক কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করেছে। আর এ লক্ষ্যে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করে কোম্পানিটি। উত্তোলিত এ টাকা দিয়ে কোম্পানিটি ওয়্যারহাউজ নির্মাণ, মেশিনারিজ ক্রয়, কারখানা আধুনিকায়ন, ব্যাংকঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করার কথা জানিয়েছিল। তারই ধারাবাহিকতায় অটোমেটিক ওয়্যারহাউজ নির্মাণের পাশাপাশি আধুনিকায়নের জন্য নতুন মেশিনারিজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য আট শতাংশ নগদ (উদ্যোক্তা বা পরিচালক ব্যতীত) ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ (সব বিনিয়োগকারীদের জন্য) ঘোষণা করেছে। উল্লেখ্য, কোম্পানিটির পাঁচ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার ৪০০ শেয়ার ধারণ করছে কোম্পানিটির উদ্যোক্তা বা পরিচালকরা আর পাঁচ কোটি ১৫ লাখ ১৯ হাজার ৬০০ শেয়ার ধারণ করছে বিদেশি ও সাধারণ বিনিয়োগকারীরা। এ হিসাবে সাধারণ বিনিয়োগকারীদের মোট চার কোটি ১২ লাখ ১৫ হাজার ৬৮০ টাকা লভ্যাংশ হিসেবে দেওয়া হবে। ব্যবসার সম্প্রসারণের পাশাপাশি চলতি মূলধন জোগানের লক্ষ্যে সঞ্চিত আয় মূলধন হিসেবে ব্যবহার করার জন্য বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আর এই বোনাস শেয়ার পুঞ্জীভূত মুনাফা থেকে দেওয়া হবে।
**mitolyn**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.