পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা রিং সাইন টেক্সটাইল লিমিটেডকে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন শুরু আগামী ২৫ আগস্ট (রোববার)। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এর আগে গত ১২ মার্চ বিএসইসির ৬৭৯তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
৩০ জুন ২০১৮ সালের হিসাব বছর অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯৯ পয়সা আর ওয়েটেড এভারেজ অনুযায়ী ইপিএস হলো ১ টাকা ৮৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ১৭ পয়সা।
প্রতিটি শেয়ার ১০ টাকা দরে ১৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা পুঁজি উত্তোলন করবে কোম্পানিটি।
উত্তোলিত টাকা দিয়ে কোম্পানি ব্যবসা সম্প্রসারণ ও আইপিওর ব্যয় বাবদ খরচ করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।
Ремонт бампера автомобиля — это популярная услуга, которая позволяет восстановить заводской вид транспортного средства после небольших повреждений. Современные технологии позволяют исправить царапины, трещины и вмятины без полной замены детали. При выборе между ремонтом или заменой бампера https://telegra.ph/Remont-ili-zamena-bampera-05-22 важно принимать во внимание степень повреждений и экономическую выгодность. Качественное восстановление включает подготовку, грунтовку и покраску.
Установка нового бампера требуется при значительных повреждениях, когда реставрация бамперов нецелесообразен или невозможен. Стоимость восстановления варьируется от типа материала изделия, характера повреждений и марки автомобиля. Полимерные элементы допускают ремонту лучше металлических, а инновационные композитные материалы требуют особого оборудования. Качественный ремонт продлевает срок службы детали и обеспечивает заводскую геометрию кузова.
Не буду равнодушен к вашей просьбе за поддержкой по вопросам Ремонт усилителя переднего бампера – пишите в Телеграм pzn03
No significant concentration response relationship was observed between serum tamoxifen concentration and the biomarker changes except for the ratio of IGF I IGF binding protein IGFBP 3, which decreased by 1 augmentin pregnancy I will let you know today what you are