ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। কোম্পানিটির ২ লাখ ৯১ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২ কোটি ১৬ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৩৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০ কোটি ৭০ লাখ টাকা।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১৯ লাখ ৭২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০ কোটি ২৭ লাখ টাকা।

স্ট্যাইল ক্রাফট তালিকার চতুর্থ স্থানে রয়েছে। কোম্পানিটির ১ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০ কোটি ২৬ লাখ টাকা।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে ন্যাশনাল টিউবস। কোম্পানিটির ৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯ কোটি ৬০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক, মুন্নু জুট স্ট্যাফলার্স, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ও সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।